ইতিমধ্যে বিশ্ব চারটি চন্দ্রগ্রহণ এবং একটি সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছে। কিন্তু এবার আবার বছরের শেষে ২০২০ সালে একটি পূর্ণ সূর্য গ্রহন দেখতে পাবে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এর আগে ২১ জুন সূর্যগ্রহণ হয়েছিল কিন্তু এই গ্রহণ বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণ হবে বলেই বিজ্ঞানীদের মত।
কিন্তু এই গ্রহন দক্ষিন আমেরিকা, চিলি এবং আর্জেন্টিনার বেশ কিছু জায়গায় দৃশ্যমান হলেও ভারত বা এশিয়ার কোনও দেশেই দৃশ্যমান হবে না বলে জানা গিয়েছে। এই গ্রহণ হবে ১৪ ডিসেম্বর। ভারতীয় সময় সন্ধ্যে ৭:০৩ মিনিটে, তার পূর্ণগ্রাস চলবে ৮:০২ মিনিটে। সূর্যগ্রহণ ছাড়ার সময় ১১:২৪ মিনিটে। এরপর আংশিক গ্রহণ রাত ১২: ২৩ মিনিটে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পড়বে। এমনকি এই সূর্যগ্রহণ মারফত চাঁদের পূর্ণ ছায়া পড়বে বেশ কিছু জায়গায়।
Comments are closed.