পথ দুর্ঘটনায় মৃত্যু তরুণ সাংবাদিক সোহম মল্লিকের, আশঙ্কাজনক ময়ূখরঞ্জন
লর্ডসের মোড়ের কাছে একটি গাছে ধাক্কা মারে তাঁদের বাইক
পথ দুর্ঘটনায় মৃত্যু হল তরুণ সাংবাদিকের। গুরুতর আহত অবস্থায় আরেক সাংবাদিক ভর্তি এসএসকেএম হাসপাতালে।
বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কলকাতার লর্ডসের মোড়ের কাছে একটি গাছে ধাক্কা মারে বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহম মল্লিক নামে সাংবাদিকের। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ময়ূখরঞ্জন ঘোষকে।
দিল্লিতে ইংরেজি নিউজ চ্যানেল টাইমস নাও এর চাকরি ছেড়ে সোহম কলকাতা ফিরেছিলেন মাত্র ক’দিন। কথা ছিল একটি বাংলা নিউজ চ্যানেলে যোগ দেবেন। অন্যদিকে নিউজ ১৮ ছেড়ে অন্য চ্যানেলে যোগ দেওয়ার কথা ময়ূখরঞ্জন ঘোষের। কিন্তু বৃহস্পতিবার রাত সব বদলে দিল।
জানা গিয়েছে লর্ডসের মোড়ের কাছে একটি গাছে ধাক্কা মারে তাঁদের বাইক। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোহমের। গুরুতর আহত অবস্থায় ময়ূখকে হাসপাতালে পাঠান স্থানীয়রা। আশঙ্কাজনক অবস্থায় ময়ূখকে মল্লিকবাজারের আইএনকেতে ভর্তি করা হয়েছে।
এবিপি আনন্দতে ময়ূখরঞ্জন ও সোহম একসঙ্গেই কাজ করতেন। তারপর টাইমস নাও চ্যানেলে যোগ দেন দুজনেই। ময়ূখরঞ্জন টাইমস নাও ছেড়ে কলকাতা ফেরেন মাস তিনেক আগে। সপ্তাহখানেক আগে টাইমস নাও ছেড়ে কলকাতা ফেরেন সোহমও। কথা ছিল দুজনে একসঙ্গে একটি নতুন বাংলা চ্যানেলে যোগ দেবেন। তার মধ্যেই ঘটল এই ঘটনা।
Comments are closed.