যদি কেউ ভাবে আমি বড় নেতা, সেটা ভুল
তৃণমূল কর্মীদের মাথা উঁচু করে চলতে হবে
মাথা নত করে কাউকে টিকিট দেব না
বিজেপির অনেক টাকা, তাই খুব অহঙ্কার
ওরা ভুলে গেছে টাকার থেকে মানুষের দাম অনেক বেশি
বিজেপি যেনতেন প্রকারে বাংলা দখল করতে চায়
অত সস্তা নয়, দিল্লির লাড্ডু নয়
বিজেপি নিজেকে জগন্নাথ দেবের থেকেও বড় ভাবছে
দেবতার রথ বিজপির রথ হতে পারে না
কালিয়াগঞ্জের হাসপাতাল ৩০০ বেড
বাংলার সংস্কৃতি সম্পর্কে বিজেপির কোনও ধারণা নেই
বিজেপি নেতারা বলেন, বাংলার আইনের শাসন নেই
আমি বলি উত্তরপ্রদেশে আছে?
সেখানে দলিতদের ওপর কি হয়? মহিলারা সুরক্ষিত?
টাকা দিলে নিয়ে নিন, বিজেপিকে ভোট দেবেন না
ঘরে বসে ফেক ভিডিও তৈরি করে হোয়াটসআপে ছড়াচ্ছে
স্বাস্থ্যসাথী থেকে রেশন, রাজ্য সরকার সব করেছে
এই ভোটটা আমার ভোট, যদি আমায় চান, জোড়াফুলে ভোট দিন, প্রার্থী কে, তা নিয়ে ভাববেন না
Comments are closed.