গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার রাত ১০ টা নাগাদ ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের বেঙ্গল কেমিকাল মোড়ের কাছে একটি লরিকে আটক করা হয়। লরিতে তল্লাশি চালিয়ে ২২২ ব্যাগ গাঁজা উদ্ধার করা হয়েছে, যার মোট ওজন প্রায় আড়াই হাজার কিলোগ্রাম। চালের বস্তার মধ্যে গাঁজা নিয়ে আসা হচ্ছিল। নজরুল মন্ডল এবং বিজন হালদার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা জানিয়েছে, অসমের নওগাঁ থেকে এই গাঁজা নিয়ে এসেছে তারা। তাদের আরও জিজ্ঞসাবাদ করে চক্রের পাণ্ডাদের খোঁজ চলছে।
Comments are closed.