দিলীপ: পেট্রলের দাম ১ টাকা ২ টাকা বাড়লে মানুষের কষ্ট হয়না, কারণ মানুষের রোজগার বেড়েছে
সারা ভারতে মানুষের রোজগার বেড়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের রোজগার বাড়েনি, দাবি দিলীপের
পেট্রলের দাম ১ টাকা ২ টাকা বাড়লে মানুষের কষ্ট হয়না, কারণ মানুষের রোজগার বেড়েছে। জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বললেন, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পেট্রল-ডিজেলের লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে এদিন ইলেকট্রিক স্কুটার চেপে নবান্নে যান মমতা। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন মন্তব্য করলেন তিনি। পাশাপাশি দিলীপের দাবি, সারা ভারতে মানুষের রোজগার বেড়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের রোজগার বাড়েনি, তাই সমস্যা হচ্ছে। মমতার স্কুটার চালানো প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির কটাক্ষ, উনি স্কুটার চালাতে পারছেন না, রাজ্যও চালাতে পারছেন না।
[আরও পড়ুন- মমতা: কৃষকরা রাস্তায় এবার সাধারণ মানুষ পথে নামলে এজেন্সি দিয়ে ঠেকাতে পারবেন না মোদী]
জ্বালানির ক্রমাগত মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। আজও রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার প্রতি ২৫ টাকা। পেট্রল- ডিজেলের দামও আকাশ ছোঁয়া। লাগাতার মূল্য বৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে তৃণমূল। আজও মমতা ঘোষণা করেন, সারা বাংলা জুড়ে এর প্রতিবাদ করবে তৃণমূল।
Comments are closed.