আরজেডি-সমাজবাদী পার্টির পরে এবার তৃণমূলকে সমর্থনে শিবসেনার,বাঘিনীর মত লড়াই করছেন মমতা, মন্তব্য সঞ্জয় রাউতের
সঞ্জয় রাউত: বিজেপির অর্থ শক্তি, পেশি শক্তির বিরুদ্ধে লড়াই করছেন মমতা
আরজেডি-সমাজবাদী পার্টির পরে এবার তৃণমূলকে সমর্থনে শিবসেনার,বাঘিনীর মত লড়াই করছেন মমতা, মন্তব্য সঞ্জয় রাউতের
বাংলায় একুশের হাইভোল্টেজ ভোটে এবার মমতার পাশে শিবসেনা। এদিন শিবসেনার তরফে জানানো হয় বাংলার বিধানসভা ভোটে তৃণমূলকে সমর্থন করবে দল। বাংলায় শিবসেনা কোনও আসনে প্রার্থী দেবেনা। সেই সঙ্গে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত মমতা ব্যানার্জির প্রশংসা করে বলেন, বিজেপির অর্থ শক্তি, পেশি শক্তির বিরুদ্ধে মমতা বাঘিনীর মত লড়াই করছেন।
ভোটের মুখে বেশ কয়েকটি আঞ্চলিক দল তৃণমূলকে সমর্থন করেছে। কয়েকদিন আগে আরজেডি নেতা তেজস্বী যাদব নবান্নে এসে মমতার সঙ্গে দেখা করেন। তৃণমূলের প্রতি তাঁর সমর্থন রয়েছে বলে জানান। পাশাপাশি নবান্নে দাঁড়িয়ে লালুপুত্র জনতার কাছে আবেদন করেন, দেশকে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে মমতার হাত শক্ত করতে হবে। বিহার বিধানসভার বিরোধী নেতাকে পাশে নিয়ে মমতাও বলেন, বিজেপি ষড়যন্ত্র করে তেজস্বীকে সরকার তৈরী করতে দেয়নি।
তেজস্বীর পাশাপাশি উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিংহ যাদবও একুশের মহাযুদ্ধে মমতাকে সমর্থন জানিয়েছেন। অখিলেশ বলেন, বাংলায় সমাজবাদী পার্টির সদস্যরা তৃণমূলের জন্য কাজ করবে। সেই সঙ্গে অখিলেশের দাবি, দেশে বিজেপিকে হারাতে হলে, ২১ বাংলায় মমতার জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলায় আটদফায় নির্বাচন নিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। মমতার পাশে দাঁড়িয়ে অখিলেশও বাংলায় আট দফায় ভোট করানোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। তাঁর অভিযোগ যত বেশি দফায় ভোট হবে, বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তত অশান্তি করতে পারবে। আরজেডি, সমাজবাদী পার্টির পাশাপাশি একুশের যুদ্ধে মমতার পাশে এবার শিবসেনা।
Comments are closed.