Mamata Injury: হয়েছে MRI, বাঁ গোড়ালিতে ব্যথা কমাতে দেওয়া হয়েছে ইনজেকশন
মুখ্যমন্ত্রীর বাঁ গোড়ালিতে যন্ত্রণা হচ্ছে এবং ফুলে রয়েছে
গ্রিন করিডোর করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে SSKM হাসপাতালে নিয়ে আসার পর তাঁকে পরীক্ষা করেন ডাক্তাররা। হাসপাতাল সূত্রে খবর, এক্স-রে দেখে কোনও সিদ্ধান্তে পৌঁছতে না পারায় মুখ্যমন্ত্রীর MRI করা হচ্ছে। সেই রিপোর্ট মোতাবেক চিকিৎসা হবে। সেই জন্য তাঁকে SSKM এর উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন থেকে পাশের বাঙ্গুর ইন্সস্টিটিউট অফ নিউরোলজিতে নিয়ে যাওয়া হয়।
সূত্রের খবর মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। মমতার বাঁ গোড়ালিতে ভাল আঘাত আছে। লোয়ার ব্যাক এবং শরীরের নিম্নাঙ্গে চোট আছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর বাঁ গোড়ালিতে যন্ত্রণা হচ্ছে এবং ফুলে রয়েছে।
এদিন মুখ্যমন্ত্রীকে দেখতে SSKM পৌঁছন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাসপাতালে উপস্থিত তৃণমূল কর্মীরা রাজ্যপালের কনভয় ঢুকতেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। মুখ্যমন্ত্রীকে দেখে বেরনোর সময়ও একই ঘটনা ঘটে।
হাসপাতালে গিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। অরূপ বিশ্বাস, ডাক্তার শান্তনু সেন প্রমুখ।
Comments are closed.