হাত বাড়ান, বাংলা বাচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যৎ, কংগ্রেসের ইশতেহার প্রকাশ
কংগ্রেসই ভবিষ্যৎ এবং বাংলার আদর্শ বিকল্প দাবি করলেন অধীরের
তৃণমূল, বাম, বিজেপির পর এবার ইশতেহার প্রকাশ জাতীয় কংগ্রেসের। সোমবার বিধান ভবনে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরী দলীয় ইশতেহার প্রকাশ করলেন। আইনের শাসন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন এবং শিল্প-সংস্কৃতি রক্ষা সহ ৮টি বিষয়ে অগ্রাধিকার নিয়ে এই ইশতেহার পত্র প্রকাশ হল।
ইশতেহার প্রকাশের পর বিজেপি-তৃণমূলকে খোঁচা দিয়ে অধীর চৌধুরী বলেন, “এবার আর ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল।”
আরও বলেন, যদি কংগ্রেসকে নিয়ে কোন অভিযোগ থাকে তবে সংশ্লিষ্ট পোটালে জানান।কংগ্রেসই ভবিষ্যৎ এবং বাংলার আদর্শ বিকল্প দাবি করলেন অধীরের।
এবারের বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস। ইতিমধ্যে সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকাও প্রকাশ হয়েছে। অধীরের দাবি, ২০২১ এ টিকিটের চাহিদা তুঙ্গে। তিনি উচ্চাকাঙ্ক্ষী কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে। বাংলার মানুষকে উদ্দেশ্য করে অধীরের বার্তা, “যারা পরিবর্তন চাইছেন, তাঁরা সংযুক্ত মোর্চাকে ভোট দেবেন।”
Comments are closed.