শুভেন্দু অধিকারী বহিরাগত দুষ্কৃতিদের নন্দীগ্রামের বিভিন্ন ঠিকানায় আশ্রয় দিয়ে রেখেছেন। তাদের অবিলম্বে খুঁজে বের করা হোক। নির্বাচন কমিশনের কাছে আবেদন তৃণমূলের। সোমবার দুপুরে তৃণমূলের এক প্রতিনিধি দল কমিশনে যায়। নন্দীগ্রামে আধা সামরিক বাহিনীর পোশাক জমা করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন মমতা ব্যানার্জিও। সব মিলিয়ে বহিরাগত ইস্যুতে উত্তাপ ক্রমেই বাড়ছে।
[আরও পড়ুন- নিমতার বৃদ্ধা মৃত্যু নিয়ে বিজেপি-তৃণমূল ট্যুইট যুদ্ধ চরমে]
পাশাপাশি বিজেপি-এনডিএ শাসিত রাজ্য থেকে আধা সামরিক বাহিনীকে বাংলায় কাজে লাগানোর ক্ষেত্রে নিজেদের আপত্তি আরও একবার স্পষ্ট করেছে তৃণমূলের প্রতিনিধি দল।
তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষে ডাক্তার শশী পাঁজা বলেন, বিজেপি তথা এনডিএ শাসিত রাজ্য থেকে নিরাপত্তা কর্মীদের আনার ব্যাপারে আমরা আগেই আপত্তি জানিয়েছিলাম। এবারও একই কথা বলে গেলাম। এদিন মমতা ব্যানার্জি অভিযোগ করেন, বিএসএফের পোশাক জমা করা হচ্ছে। সেই পোশাক পরিয়ে হার্মাদদের নামানোর প্ল্যান আছে বিজেপির।
শশী পাঁজা বলেন, ১ তারিখের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে পূর্ব মেদিনীপুরের সর্বত্র নজরদারি আরও বাড়ানোর পাশাপাশি সমাজ বিরোধীদের প্রিভেন্টিভ কাস্টডিতে নেওয়ার দাবি জানানো হয়েছে।
Comments are closed.