নন্দীগ্রামে সিবিআই তদন্তের আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। ১০ মার্চ নন্দীগ্রামে মনোনয়ন জমা করার দিন আহত হন তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি। ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন উত্তরপ্রদেশের ৩ আইনজীবী। সেই মামলার শুনানিতে শুক্রবার সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ।
একুশের ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী। ১০ মার্চ ছিল মনোনয়ন জমা দেওয়ার দিন। ওই দিনই সন্ধ্যায় বিরুলিয়া বাজারের কাছে বাঁ পায়ে চোট পান। ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালতে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, ভিড়ের মধ্যে ৪ থেকে ৫ জন তাঁকে ধাক্কা দিয়েছে। তাতেই চোট পেয়েছেন তিনি। আইনজীবীর যুক্তি, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করছেন, তা ভিত্তিহীন হতে পারে না।
Comments are closed.