হাতেনাতে ভুয়ো ভোটার ধরার দাবি করলেন বাবুল সুপ্রিয়। ঘটনাস্থল টালিগঞ্জের ব্রহ্মপুর। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বিভিন্ন বুথে ঘুরছিলেন। বাবুলের দাবি, সেইসময় তাঁর নজরে আসে এক ভুয়ো ভোটার। প্রার্থীকে দেখেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই মহিলা। কিন্তু শেষরক্ষা হয়নি। জাল ভোটারকে হাতেনাতে ধরেন বাবুল। কিন্তু পুলিশের হাতে তুলে দেওয়ার আগেই দৌড়ে পালিয়ে যান মহিলা।
ঘটনার পর তৃণমূল কর্মীরা বাবুল সুপ্রিয়কে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বের করে নিয়ে যান বাবুল সুপ্রিয়কে। বাবুল সাংবাদিকদের জানিয়েছেন, টালিগঞ্জে ছাপ্পা ভোট দিচ্ছে তৃণমূল। এই কেন্দ্রে হার নিশ্চিত জেনে এসব করছে তৃণমূল বলে অভিযোগ তাঁর। অভিযোগ অস্বীকার করে তৃণমূল জানিয়েছে, এই ধরণের ঘটনার সঙ্গে যুক্ত নয় তারা। নাটক করছেন আসানসোলের সাংসদ।
Comments are closed.