করোনা আবহে জারি মোদীর সভা, কঠোর ভাবে পালিত হবে বিধি, দাবি বিজেপির

করোনা আবহে বদল তবে বাতিল নয়। বাংলায় নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা হবে, তবে কঠোর ভাবে বিধি মেনে।

বাংলায় বাকি ৩ দফার ভোটে মোদীর ৪ টি জনসভা করার কথা ছিল। ৪ টি জনসভা একদিনে হবে। ২৩ এপ্রিল মালদহ, মুর্শিদাবাদ,দক্ষিণ কলকাতা ও বোলপুরে সভা করবেন তিনি।

বিজেপি সূত্রের খবর, এখনও রাজ্যে বাকি ৩ দফার ভোট। এই ৩ দফার ভোটে মোদীর ৪ টি জনসভা করার কথা ছিল। এই ৪ জনসভা একদিনেই হবে ২৩ এপ্রিল।

বাইরে থেকে নিত্য সভা করতে আসছেন মোদী-শাহ। যা রাজ্যে করোনা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এমন অভিযোগ বারবার শোনা গেছে মমতা ব্যানার্জির মুখে। এই অবস্থায় রাজ্য বিজেপি সোমবার জানিয়ে দেয়, বাতিল হচ্ছে না মোদীর কোনও সভা। কোভিড বিধি মেনে সভা হবে।

রাজ্যে দ্বিতীয় থেকে পঞ্চম দফার ভোটের দিন ২টি করে সভা করেছেন মোদী। ভোট শুরু হওয়ার আগেই বিজেপির তরফে বলা হয়েছিল একুশের ভোটে মোট ২২টি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, প্রথমে সিপিএম তারপর রাহুল গান্ধী এবং মমতা ব্যানার্জি প্রচারে কাটছাঁট করেছেন। এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব তাঁদের মতো করে এর জবাব দিল।

Comments are closed.