নেগেটিভ রিপোর্ট ছাড়া ঢোকা যাবে না গণনা কেন্দ্রে, গাইড লাইনে জানাল কমিশন

২ মে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে ভোট গণনা

করোনা পরিস্থিতিতে কমিশন আগেই জানিয়েছিল, জয়ের পর কোন বিজয় মিছিল করতে পারবেন না প্রার্থীরা। এবার গণনা কেন্দ্রে প্রার্থীদের প্রবেশ নিয়েও একাধিক শর্ত আরোপ করল নির্বাচন কমিশন। পদক্ষেপের প্রশংসা করে রাজনৈতিক মহল বলছে, অবশেষে টনক নড়েছে কমিশনের।

বুধবার কমিশন জানায় গণনা কেন্দ্রে প্রবেশ করতে গেলে প্রার্থীদের করোনা নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন, এরকম সার্টিফিকেট দেখাতে হবে।
কাউন্টিং সেন্টারে প্রবেশের ৪৮ ঘন্টা আগে প্রার্থীকে RT PCR টেস্ট করাতে হবে। টেস্টের ব্যবস্থা করবেন জেলা শাসক। এছাড়াও গণনা কেন্দ্রে প্রার্থীদের এজেন্টদের নামের তালিকা গণনার তিনদিন আগে কমিশনে জমা করতে হবে।

 

২ মে পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যে ভোট গণনা। সমস্ত অবিজেপি দলের অভিযোগ, করোনা আবহে ভোট গ্রহণের জেরে হুহু করে বেড়েছে সংক্রমণ। ইতিমধ্যেই দেশে তীব্র গতিতে বেড়ে চলা সংক্রমণ নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধোনা করেছে মাদ্রাজ হাইকোর্ট। এছাড়াও কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে কমিশনের কর্তাদের। এই পরিস্থিতিতে নির্বাচন চলাকালীন কোভিড বিধিনিষেধ নিয়ে কমিশন যে অত্যন্ত কড়া, তা এদিনের নির্দেশে ফের একবার স্পষ্ট।

Comments are closed.