WB Election 2021: বেলেঘাটায় গোলমাল, মহাজাতি সদনের সামনে বোমাবাজি, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে চলছে অষ্টম দফার ভোট
ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে
রাজ্যে শেষ দফা অর্থাৎ অষ্টম দফার ভোট চলছে। ভোট শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে। যার মধ্যে অন্যতম বেলেঘাটা। সংশ্লিষ্ট কেন্দ্রে বিজেপি-তৃণমূলের বাকবিতণ্ডাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এর পর তৃণমূল বাঁশ-লাঠি দিয়ে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় বিজেপি কর্মীদের বলে অভিযোগ।
সকাল থেকে সুষ্ঠু ভোট চলছিল। হঠাৎ দুই পক্ষের মধ্যে একে অপরের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুলে ঝামেলা শুরু হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
এরপর বাঁশ-লাঠি-হকি স্টিক নিয়ে তেড়ে আসে দুই পক্ষই। শুরু হয় ইট-পাথর বৃষ্টি। কয়েকজনকে মাটিতে ফেলে চ্যালাকাঠ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত দুপক্ষের বেশ কয়েকজন।
বাড়ি ভাঙচুর ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস। এরপরই তৃণমূল কর্মীরা পাথরবৃষ্টি শুরু করে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, হামলা চালিয়েছে তৃণমূল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এলে। তাদের ঘিরে বিক্ষোভ বিজেপি সমর্থকদের।
চৌরঙ্গীতে মেট্রোপলিটন স্কুলের ভোট কেন্দ্রে ঢোকার সময় তৃণমূল প্রার্থী নয়না ব্যানার্জিকে বাঁধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানরা। এই ঘটনা নিয়ে তাঁদের সঙ্গে বচসা বেধে যায় তৃণমূল প্রার্থীর।
এর আগে, ভোটের সকালে খাস কলকাতায় বোমাবাজি। সকাল সাড়ে ৭ টা নাগাদ মহাজাতি সদনের সামনে ঘটে এই ঘটনা। এর পর গোটা এলাকায় চাঞ্চল্যের ছড়িয়ে পরে।
Comments are closed.