তৃণমূল প্রার্থীর গাড়ি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে সিপিএম কর্মীকে। এই অভিযোগে উত্তপ্ত মুর্শিদাবাদের ডোমকোল।
বুধবার রাতে এক সিপিএম কর্মীর মৃত্যু হয়। অভিযোগ ডোমকলের তৃণমূল প্রার্থীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই সিপিএম কর্মীর। ঘটনায় আহত আরও দুজন সিপিএম কর্মী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি।
জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী জাফিকুল ইসলাম বুধবার রাতে ৮টি গাড়ি নিয়ে শাহবাজপুর গ্রামে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করে গ্রামে সভা করেছিলেন বলেও অভিযোগ। বাধা দেন এলাকারই কয়েকজন সিপিএম কর্মী। তাতে দু-পক্ষের সংঘর্ষ বেধে যায়।
শাহাবাজপুর গ্রামে বাড়ির বাইরে বসে ছিলেন তিন সিপিএম কর্মী কাদের আলি মণ্ডল, ওয়াসিম আল মামুন এবং লালচাঁদ মণ্ডল। সেইসময় তাদের ইচ্ছা করে ধাক্কা মারে চার চাকার একটি গাড়ি। গাড়িটি তৃণমূল প্রার্থীর বলে জানা গিয়েছে। স্থানীয়রা এই তিনজনকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কাদের আলি মণ্ডলকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বৃহস্পতিবারও ডোমকলের আলিনগরের বুথের বাইরে তৃণমূল ও সিপিএম কর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এরপর ওই স্থান থেকে লোহার ফলা লাগানো পাঁচটি তির উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী।
Comments are closed.