WB Election 2021 Result LIVE: আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা, চুঁচুড়ায় পিছিয়ে লকেট Bengal Written By নিজস্ব প্রতিনিধি Published On Sunday, May 2nd, 2021, 11:18:43 AM IST Last Updated Sunday, May 2nd, 2021, 11:20:21 AM IST এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের থেকে বেশ কিছু ভোটের ব্যবধানে এগিয়ে। অন্যদিকে, চুঁচুড়ার তারকা বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি পিছিয়ে তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের থেকে। Agnimitra PalBengal Election 2021Locket ChaterjeeSayani ghoshTop Story
Comments are closed.