সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে ট্যুইট করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
ফেলুদার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন, মহারাজা তোমায় সেলাম।
সেই সঙ্গে তিনি আরও লেখেন, বর্ষীয়ান চিত্র পরিচালক, লেখক, সঙ্গীত পরিচালক, চিত্রশিল্পকে তাঁর জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানাই।
সত্যজিৎ রায় শুধু মাত্র বাংলা নয়, ভারত তথা গোটা পৃথিবীর কাছে গর্বের। সারা পৃথিবীবাসী তাঁর কাজের দ্বারা অনুপ্রাণিত।
Maharaja Tomare Selam…
Tribute to Satyajit Ray, legendary filmmaker, writer, composer, lyricist, illustrator, on his birth centenary. He is not only the pride of Bengal but also India & the whole world. He is an inspiration to people around the globe.#SatyajitRay100
— Mamata Banerjee (@MamataOfficial) May 2, 2021
২ মে একুশের মহাযুদ্ধের ফলাফলের দিন। এখনও পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসছে তৃণমূল। কার্যত জয়ের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী শ্রদ্ধা জানালেন বাঙালি অস্কারজয়ীকে।
Comments are closed.