শীতলকুচি সফর নিয়ে রাজ্যপালকে কড়া চিঠি মমতার
রাজ্যপালের সফর নিয়ে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
বৃহস্পতিবার শীতলকুচি যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কোচবিহারের ভোট পরবর্তী সন্ত্রাস কবলিত বিভিন্ন জায়গাতেও যাওয়ার কথা তাঁর। কিন্তু তার আগেই রাজ্যপালের সফর নিয়ে কড়া চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
চিঠিতে লিখলেন, রাজ্যপালের ব্যক্তিগত বা সরকারি সফর রাজ্যকে জানিয়ে করাই নিয়ম। মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, সমস্ত সরকারি রীতিনীতি ভেঙ্গে শীতলকুচি সহ কোচবিহার যাচ্ছেন রাজ্যপাল।
তিনি আরও লিখেছেন কোচবিহার সফরে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম। আপনার এই পদক্ষেপ দুর্ভাগ্যজনক। আশা করব আপনি সরকারি প্রোটোকল মেনে চলবেন।
রাজ্যপাল জগদীপ ধনখড় মঙ্গলবার ট্যুইট করে জানিয়েছিলেন, আগামী ১৩ মে বিএসএফের হেলিকপ্টারে তিনি শীতলকুচি যাবেন। রাজ্যপালের করা স্যোশাল মিডিয়ার পোস্ট দেখার পর ‘সরকারি নীতি এবং রীতি’ র কথা উল্লেখ করে রাজ্যপালকে চিঠি দেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.