ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন সাহিত্যিক সমরেশ মজুমদার। তাঁর শ্বাসনালীতেও গভীর সংক্রমণ রয়েছে। শনিবার সকাল থেকে প্রবল শ্বাসকষ্ঠ শুরু হয় এই বর্ষীয়ান সাহিত্যিকের। পরিবারের সদস্যরা তাঁকে ভর্তি করেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালে তাঁর বুকের এক্স-রে হয়। করা হয় সিটি স্ক্যান ও করোনা পরীক্ষা। দেখা যায় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর চিকিৎসায় ৩ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সমরেশবাবুর শ্বাসনালিতে সংক্রমণ বেশ গভীর। ফলে শ্বাসকষ্ট শুরু হয়েছে তাঁর।
এই বর্ষীয়ান সাহিত্যিকের আরোগ্য কামনা করা হয়েছে বিভিন্ন মহল থেকে।
Comments are closed.