‘গুমশুদা বাবুল!’ জামুরিয়া ছয়লাপ নিখোঁজ বাবুল সুপ্রিয়কে খুঁজে দেওয়ার পোস্টারে

এবার নিঁখোজ পোস্টার পড়ল সাংসদ বাবুল সুপ্রিয়র নামে। পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বাসস্ট্যান্ড এলাকা ছয়লাপ এই পোস্টারে। পোস্টারের নীচে লেখা, জামুড়িয়া নাগরিকবৃন্দ।

বুধবার থেকে যে সব পোস্টারগুলি দেখা গেছে, সেগুলি হিন্দি ভাষায়। তাতে লেখা, ‘গুমসুদা বাবুল। তলাশ চাহিয়ে।’ এলাকাবাসীর অভিযোগ, করোনা হোক বা যশ বিপর্যয়, পাত্তা নেই আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র। তাঁদের দাবি, বিধানসভা ভোটে হারার পর থেকে সাংসদের খোঁজ মিলছে না।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ, এসব তৃণমূলের কারসাজি। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। জামুরিয়া তৃণমূল ব্লক সভাপতি সাধন রায়ের দাবি, এই পোস্টার তাঁরা দেননি। তবে যাঁরাই দিয়ে থাকুন সঠিক কাজ করেছেন। ভোটের আগে ছাড়া দেখা মেলে না বাবুল সুপ্রিয়র, বলে অভিযোগ সাধন রায়ের।

জামুরিয়ায় বিজেপির টাউন মণ্ডলের সভাপতি রানা ব্যানার্জি জানিয়েছেন, এর আগেও বাবুল সুপ্রিয়কে নিয়ে অপপ্রচার করা হয়েছিল। গত লোকসভা ভোটে মানুষ যোগ্য জবাব দিয়েছে।

Comments are closed.