হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে রাজ্যে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে হাইকোর্টের নির্দেশে রাজ্যে এসেছে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা।আগামী ৩০শে জুনের মধ্যে একটি রিপোর্ট তৈরি করতে হবে। তাই শুক্রবার থেকেই রাজ্যের জেলাগুলিতে যাবেন কমিশনের প্রতিনিধিরা। কিন্তু কোন কোন জেলায় যাবেন, তা ঠিক করবে কমিশনের প্রতিনিধিরাই।

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অরুণ কুমার মিশ্র। কমিটিতে রয়েছেন, জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ, জাতীয় মহিলা কমিশনের সদস্য রাজুলবেন দেশাই, জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তকারী অফিসার সন্তোষ মেহরা ও মঞ্জিল সাইনি।

অন্যদিকে রাজ্য থেকে কমিটিতে রয়েছে, রাজ্য মানবাধিকার কমিশনের রেজিস্টার প্রদীপকুমার পাঁজা ও রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির সদস্য রাজু মুখার্জি।

উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনকেই ভোট পরবর্তী হিংসায় তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রায় পুনর্বিবেচনার করার রাজ্যের আর্জিখারিজ করে দিয়েছে হাইকোর্ট।

Comments are closed.