কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব।
প্ৰধান বিচারপতি এমভি রামানাকে লেখা ৬ পাতার চিঠিতে অশোক দেব একাধিক মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, নন্দীগ্রাম, নারদ মামলার মত হাইপ্রোফাইল মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ভূমিকা সন্তোষজনক নয়।
চিঠিতে উঠে এসেছে ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জিদের বেল খারিজের প্রসঙ্গটিও। অশোক দেবের অভিযোগ, চার হেভিওয়েট নেতাকে সিবিআইয়ের বিশেষ আদালত অন্তবর্তীকালীন জামিনের নির্দেশ দিয়েছিল, কিন্তু হাইকোর্ট সেই নির্দেশ খারিজ করে। এই মামলায় বিচারপতি বিন্দলের ভূমিকা সঠিক নয় বলে দাবি বার কাউন্সিলের চেয়ারম্যানের।
নারদ মামলায় তাঁদের নাম সরিয়ে নেয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে হলফনামা দিতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আইন মন্ত্রী মলয় ঘটক। কিন্তু তাঁদের হলফনামা নিতে অস্বীকার করে ডিভিশন বেঞ্চে। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে মূখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর হলফনামা জমা নেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অশোক দেব জানান, বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানির আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আইনজীবী বিচারপতি বিন্দলের দ্বারস্থ হলেও, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবেদন খারিজ করেন।
তবে চিঠির প্রসঙ্গে পাল্টা প্রশ্ন তুলেছেন আইনজীবীদের একটি অংশ। তাঁদের মতে এভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিতে পারেন না বার কাউন্সিলের চেয়ারম্যান।
Comments are closed.