একাধিক অভিযোগ তুলে স্পিকারকে দীর্ঘ চিঠি রাজ্যপালের 

ফের পত্রাঘাত রাজ্যপালের। তবে এবার তিনি সরাসরি চিঠি লিখেছেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকে। বুধবার নিজেই সেই চিঠির কপি ট্যুইট করেন। 

চিঠিতে একাধিক অভিযোগ করেছেন ধনখড়। কয়েকদিন আগেই বিমান ব্যানার্জি লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে চিঠি লিখে রাজ্যপালের নামে নালিশ করেছিলেন। 

বিধানসভার স্পিকারের এধরনের ঘটনা দুঃখ জনক, এই চিঠি আমায় ব্যথিত করেছে,বলে চিঠিতি উল্লেখ্য করেছেন ধনখড়। তিনি পাল্টা বলেন, বিধানসভার অধ্যক্ষই নানান সময় রাজ্যপালের পদকে অবমাননা করেছেন। 

ধনখড় চিঠিতে উল্লেখ্য করেন, বিধানসভায় রাজ্যপালের ভাষণ সম্প্রচারিত হবে না বলে রাজভবনকে জানান হয়েছে। এধরনের সিদ্ধান্ত জরুরি অবস্থার শামিল বলে রাজ্যপাল অভিযোগ করেছেন। 

 

উল্লেখ্য, বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তৃতা নিয়ে এর আগেও রাজ্যের সঙ্গে রাজভবনের সংঘাত দেখা দিয়েছে। কয়েকদিন আগেই রাজ্যপাল জানিয়েছিলেন, মন্ত্রিসভা রাজ্যপালের ভাষণের যে খসড়া তৈরি করে দিয়েছে তা পাঠ করতে তাঁর আপত্তি রয়েছে। এই নিয়ে আলোচনার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকেও পাঠান। যদিও মুখ্যমন্ত্রী যাননি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে। 

রাজ্য রাজ্যপাল সংঘাত নতুন কিছু নয়। সম্প্রতি মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, জৈন হাওয়ালা মামলার চার্জশিটে রাজ্যপালের নাম রয়েছে। আর মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জেরে রাজ্যের সঙ্গে রাজ্যপালের দ্বন্দ্ব নতুন মোড় নেয়। 

রাজ্যপাল সাংবাদিক বৈঠক করে পাল্টা দাবি করেন, মুখ্যমন্ত্রীর মত রাজনৈতিক ব্যক্তিত্ব-এর কাছ থেকে এই অভিযোগ দুর্ভাগ্যজনক। তাঁর নাম ওই চার্জশিটে নেই। পাল্টা তৃণমূলের তরফ থেকে একটি মামলার কাগজ দেখিয়ে দাবি করা হয় তাতে ধনখড়ের নাম রয়েছে। 

২ জুলাই থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। আর এই আবহে রাজ্যপালের চিঠির জেরে ফের একবার তুঙ্গে রাজ্য রাজ্যপাল তরজা।

Comments are closed.