স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন ব্রিকস সম্মেলনে,জেরায় দাবি সনাতন রায়চৌধুরীর

সিবিআইয়ের আইনজীবী সহ একাধিক ভুয়ো পরিচয় ব্যবহারকারী সনাতন রায়চৌধুরীর এবার বিস্ফোরক দাবি। পুলিশি জেরায় সনাতন দাবি করেছেন, তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছিলেন, যা শুনে রীতিমত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। এই সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই শেষ নয়, ২০১৩ সালে ভারতের প্রতিনিধিত্ব করতে টোকিওয় অনুষ্ঠিত ইন্দো জাপান বিজনেস সামিটে অংশ নিয়েছিলেন সনাতন। 

অভিযুক্তর একের পর এক চাঞ্চল্যকর দাবির সূত্র ধরে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। তাঁর দাবি সত্যি হলে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি হয়ে কীভাবে ব্রিকস সম্মেলনে গেলেন? ইন্দো জাপান সামিটেই বা কার সাহায্যে যোগ দিলেন, এ সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিদেশমন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে পুলিশ। সনাতনের সঙ্গে কোনও প্রভাবশালীর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

উল্লেখ্য, সোমবার রাতে গরিয়াহাট এলাকায় ১০ কোটি টাকার একটি সম্পত্তি দখল করতে আসেন সনাতন। সেই সময় হাতেনাতে গ্রেফতার হন। আদতে সনাতন একজন আইনজীবী। কিন্তু নিজেকে তিনি সিবিআইয়ের আইনজীবী হিসেবে পরিচয় দিতেন। কখনও আবার রাজ্য সরকারের আইনজীবী হিসেবেও পরিচয় দিতেন। ব্যবহার করতেন নীলবাতি লাগানো গাড়ি। 

সনাতনের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নিজেকে মুখ্যমন্ত্রীর অফিসের উপদেষ্টা বলেও পরিচয় দিতেন। সূত্রের খবর, ২৫ জুন তালতলা থানায় ফোন করে নিজেকে মুখ্যমন্ত্রীর অফিসের আধিকারিক পরিচয় দিয়ে একটি মামলায় পুলিশের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেন। পুলিশের সন্দেহ হওয়ায় তালতলা থানায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ।

Comments are closed.