একা দেবাঞ্জনে রক্ষা নেই, সনাতন দোসর! গড়িয়াহাটে ধৃত প্রতারক সনাতন রায়চৌধুরীর কাছ থেকে উদ্ধার হয়েছিল বিজেপির সদস্যপদের রশিদ। সেই সূত্রেই এবার রশিদের সত্য-মিথ্যা যাচাই করতে বিজেপিকে চিঠি দিচ্ছে কলকাতা পুলিশ। পুলিশ মনে করছে বিজেপির সদস্যপদ দেখিয়ে আরও অনেক প্রতারণা করে থাকতে পারে সনাতন।
দেবাঞ্জন দেব কাণ্ডের রেশ টাটকা থাকতে থাকতেই পুলিশের জালে আরও এক প্রতারক। প্রতারণার বহরে সনাতন দেবাঞ্জনের চেয়েও এগিয়ে বলে দাবি।
নিজেকে রাজ্য সরকারের স্ট্যান্ডিং কাউন্সিল এবং সিবিআইয়ের আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়েন তিনি। অভিযোগ, গড়িয়াহাট এলাকায় কয়েক কোটির সম্পত্তি দখলের পরিকল্পনা ছিল সনাতনের। এই প্রেক্ষিতে সনাতনের কাছ থেকে উদ্ধার হয় ২০১৪ সালের বিজেপির মেম্বারশিপের রশিদ।
পুলিশ বিজেপির সঙ্গে যোগাযোগ করে সনাতনের গেরুয়া যোগ খতিয়ে দেখতে চাইছে। সাধারণত প্রতারকরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম করে বিশ্বাসযোগ্যতা অর্জন করে। এক্ষেত্রেও তেমন কিছু হয়েছিল কি? নাকি সনাতন সত্যিই ছিলেন বিজেপির সদস্য? এই সম্পর্কে স্পষ্ট তথ্য পেতে তাই লালবাজার সনাতন সম্পর্কে বিজেপির অফিসে চিঠি পাঠানো হচ্ছে।
এখানেই শেষ নয়, ২০১৩ সালে ভারতের প্রতিনিধি হিসেবে জাপানে ইন্দো-জাপান বিজনেস মিটে অংশ নিয়েছিলেন। সনাতন কোন কোন দেশে গিয়েছেন, পাসপোর্ট খতিয়ে দেখে তা জানতে চাইছেন তদন্তকারীরা।
পাশাপাশি এত বিপুল অর্থের জোগান সনাতন কী করে পেতেন তাও খতিয়ে দেখছে পুলিশ।
Comments are closed.