পার্ক হোটেল কাণ্ডে এবার ফ্লোর ম্যানেজারকে তলব লালবাজারের। করোনা বিধি লঙ্ঘন করে মধ্যরাত পর্যন্ত হোটেলে পার্টির অভিযোগ কর্তৃপক্ষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে এমনটাই খবর ছিল। এবার সেই মত ফ্লোর ম্যানাজারকে তলব করল তদন্তকারীরা।
এছাড়াও ওই দিন উপস্থিত ডিজে, এবং পার্টিতে খাদ্য ও পানীয় পরিবেশনের কাজে থাকা হোটেল কর্মীদেরও তলব করেছে পুলিশ।
শনিবার পার্ক হোটেলের তিন ও চার তলায় ডিজে বাজিয়ে মধ্যরাত পর্যন্ত পার্টি করেন বেশ কয়েকজন। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করেছে লালবাজার। খাস কলকাতার বুকে করোনা বিধি লঙ্ঘনের এই ঘটনায় অত্যন্ত কড়া নজরে দেখছে লালবাজার। ইতিমধ্যেই অভিযুক্তদের বেশ ককয়েকটি গাড়িও বাজেয়াপ্ত হয়েছে।
এই ঘটনায় দায়ের হওয়া এফআইআর-এ হোটেল কর্তৃপক্ষেরও নাম রয়েছে। তাঁদের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। শুধু শনিবারই নয়, এর আগেও একাধিকবার কোভিড বিধি অগ্রাহ্য করে এধরনের জমায়েত হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবারই লালবাজারের গুন্ডা দমন শাখার কর্তারা হোটেলে যান। তাঁরা বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, মধ্যরাত পর্যন্ত চলা এই বিলাসবহুল পার্টিতে মাদক যোগের সম্ভবনা পেয়েছে তদন্তকারীরা। ইয়াবা ড্যাবলেট জাতীয় কোনও ড্রাগ পার্টিতে ব্যবহার হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই পার্টির জায়গা থেকে গাঁজা উদ্ধার করেছে তদন্তকারীরা।
হোটেল কর্তৃপক্ষকে বুধবার লালবাজারে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Comments are closed.