সোমবার থেকে চালু হতে চলেছে ‘উৎসশ্রী’প্রকল্প। শনিবার এই প্রকল্পের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উৎসশ্রী প্রকল্পের কথা ঘোষণা করে জানিয়েছিলেন, যেসব শিক্ষক-শিক্ষিকাদের বাড়ি থেকে স্কুল অনেক দূরে। তাঁরা এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মত শনিবার উৎসশ্রী নামে এই পোর্টালের উদ্বোধন হয় শনিবার। ২০ জন আধিকারিক রাখা হয়েছে বদলির পুরো বিষয়টি দেখাশোনা করার জন্য।
শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি এই পোর্টালের মাধ্যমে শিক্ষাকর্মীরাও বদলির আবেদন করতে পারবেন। বদলির জন্য় প্রাথমিক, উচ্চপ্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক আলাদা-আলাদা বিভাগ রয়েছে পোর্টালে। পোর্টালে গিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সেখানেই থাকবে বদলির ফর্ম। সেই ফর্ম ফিলাপের পর বদলির প্রক্রিয়া শুরু হবে। সেখান থেকেই জানা যাবে বদলির প্রক্রিয়া কত দূর এগোল।
এমনকি রাজ্য সরকারের পক্ষ থেকে একটি টোল ফ্রি নম্বর ও হোয়াটসআপ নম্বর রাখা হয়েছে। টোল ফ্রি নম্বরের ধ্যমে বদলির আবেদন জানানোর সময় সমস্যার কথা জানাতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। টোল ফ্রি নম্বরটি হল 18001023154। আর হোয়াটসআপ নম্বরটি হল ৮৯০২৬০২৫১৯ এবং ৬২৯২২৬৩৩০০। এই নম্বরে হোয়াটসআপের মাধ্যমে সমস্যার কথা জানানো যাবে। এছাড়া onlineteachertransfer.com ইমেলের মাধ্যমে সমস্যা জানানো যাবে।
Comments are closed.