ভ্যাকসিনেশনে রেকর্ড গড়ল অভিষেক ব্যানার্জির কেন্দ্র ডায়মন্ডহারবার। জানা গেছে, অভিষেক গড়ের ১০০ শতাংশ মানুষই প্রথম ভ্যাকসিন পেয়ে গেছেন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯০ শতাংশ মানুষ।
সাংসদ অভিষেক ব্যানার্জির তৎপরতায় ভ্যাকসিনেশনের কাজ করেছে ডায়মন্ডহারবার মিউনিসিপালিটি। আর এরপরেই বাংলায় রেকর্ড গড়ে ফেলেছে ডায়মন্ডহারবার মিউনিসিপালিটি। প্রতিটি ওয়ার্ডে গিয়ে বয়স্কদের ভ্যাকসিন দিয়ে এসেছেন মিউনিসিপালিটির কর্মীরা।
‘দুয়ারে আমরা’ নামক প্রকল্পের মাধ্যমে এলাকার প্রতিটি বয়স্ক মানুষ ভ্যাকসিন পেয়ে গেছেন ডায়মন্ডহারবারে। গত একমাস ধরে টানা প্রতিদিন প্রতিটি ওয়ার্ডে ভ্যাকাইনেশন ক্যাম্প করে সাধারণ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এক তৃণমূল নেতার কথায়, এই কেন্দ্রে আমরা ভ্যাকসিন অন হুইলস চালু করেছি। প্রতিটি ওয়ার্ডে প্রবীণদের ভ্যাকসিন দিতে যাচ্ছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
স্থানীয় বাসিন্দারাও খুশি ভ্যাকসিন পেয়ে। তাঁদের কথায়, এলাকার সমস্ত বয়স্কদের ভ্যাকসিন দিয়ে উপকৃত করেছে দুয়ারে আমরা প্রকল্প।
তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই করোনা মোকাবিলায় জোর দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তাঁর কথা মতন নিজের কেন্দ্রে ভ্যাকসিনেশনের দিকে নজর দেন অভিষেক ব্যানার্জি। অভিষেকের কথায়, তাঁর দেখানো পথেই হাঁটবে গোটা বাংলা।
Comments are closed.