রাজ্যে ঢুকছে পিএম কিষাণ নিধির টাকা। রাজ্যের ৬৮ লক্ষের মধ্যে মাত্র ২৬ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, সোমবার দেশের মোট ৯.৭৫ কোটি কৃষকের অ্যাকাউন্টে নবম কিস্তির টাকা ঢুকবে। এতে কেন্দ্রের খরচ হবে ১৯ হাজার ৫০০ কোটি টাকা।
পিএম কিষাণ যোজনায় দেশের কৃষকদের বছরে ৬০০০ টাকা দেয় কেন্দ্রীয় সরকার। বিধানসভা নির্বাচনে প্রচারে এসে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে একটা কথা বারবার শোনা যেত, তা হল পিএম কিষান সম্মান নিধি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীএবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার অভিযোগ করেছিলেন, রাজ্য সরকার কেন্দ্রের এই প্রকল্পের টাকা রাজ্যের কৃষকদের দিতে দিচ্ছেনা। বিজেপি ক্ষমতায় এলে ওই টাকা পাবেন কৃষকরা বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ ছিল কৃষকদের নামের তালিকাই নাকি কেন্দ্রকে পাঠায়নি রাজ্য। সেইমত ক্ষমতায় ফিরেই প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চিঠিতে তিনি মোদীকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন।
গত মে মাসে রাজ্যের কৃষকরা প্রথমবার এই প্রকল্পের টাকা পেয়েছিলেন। সেইবারও মাত্র ৭.০৩ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকা ঢুকেছিল। এবার ২৬ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কেন্দ্রের কাছে সাড়ে ৪৪ লক্ষ কৃষকের নাম পাঠিয়েছিল রাজ্য। এরমধ্যে সাড়ে ৯ লক্ষ আবেদনকারীর নাম বাতিল করে দিয়েছে কেন্দ্র। কয়েকসপ্তাহ আগে কেন্দ্রের পক্ষ থেকে এই কৃষকদের নাম বাতিল করে রাজ্যের কাছে একটি চিঠি পাঠানো হয়। এত কৃষকের নাম বাতিল করা হল কেন, জানতে চেয়ে পাল্টা চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.