ভোটের পর ফের মাওবাদী পোস্টার পুরুলিয়ায়। মঙ্গলবার সকালে পুরুলিয়ার বেড়াদায় এই পোস্টার দেখা যায়। নতুন করে মাওবাদীদের পোস্টারের জেরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সাদা কাগজে লাল কালিতে হাতে লেখা পোস্টারগুলোতে শাসকদল তৃণমূলকে আক্রমণ করা হয়েছে। তৃণমূলের পতাকা ধরলে হাত কেটে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে পোস্টারগুলোতে।
সেই সঙ্গে মাওবাদী নেতা কিষেনজির মৃত্যুর বদলা চাই বলেও পোস্টার পড়েছে।
ঘাসফুল শিবিরের খেলা হবে স্লোগানকে কটাক্ষ করে একটি পোস্টারে লেখা হয়, এবার তো আমরা খেলব গ্রাম পঞ্চায়েত থেকে রাজ্যসভা পর্যন্ত।
সরকারি কর্মচারীদেরও হুমকি দিয়ে কয়েক জায়গায় পোস্টার পড়েছে। বর্তমান সরকারের সরকারি কর্মচারী যে সব দুর্নীতি করে চলেছেন তাঁদের বলছি সাবধান, তোমাদের সময় হয়ে এসেছে, বলহরি হরিবল। প্রতিটি পোস্টারের নীচেই মাওবাদী বলে উল্লেখ্য রয়েছে।
তৃণমূলের নেতাদের দল ছাড়তে হবে দাবি জানিয়েও পোস্টার দেওয়া হয়েছে। দল না ছাড়লে জনগণের আদালতে শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই স্থানীয় পুলিশ পোস্টারগুলো সরিয়ে ফেলেছে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য একুশের বিধানসভা ভোটের আগেও এরকম কিছু মাওবাদী পোস্টার দেখা গিয়েছিল। বর্তমান সরকারের কাজের সমালোচনার পাশাপাশি ভোট বয়কটেরও ডাক দেওয়া হয়েছিল পোস্টারগুলোতে।
Comments are closed.