পৃথক উত্তরবঙ্গের দাবি অন্যায্য নয়। শনিবার দলীয় কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন দিলীপ ঘোষ। তিনি যখন এই মন্তব্য করছেন তাঁর পাশে বসে রয়েছেন পৃথক উত্তরবঙ্গের দাবি তুলে বিতর্কে জড়ানো কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। শুধু পৃথক উত্তরবঙ্গ নয়, আলাদা জঙ্গলমহল রাজ্যের দাবিকেও কার্যত সমর্থন জানিয়েছেন তিনি।
দিলীপ ঘোষের এ ধরনের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানান জল্পনা শুরু হয়েছে। যদিও পৃথক রাজ্যের দাবির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন তিনি। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, যদি উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল আলাদা হতে চায় তার দায় নিতে হবে মমতা ব্যানার্জিকে। তৃণমূলের শাসনকালে উত্তরবঙ্গে কোনও উন্নয়ন হয়নি। চিকিৎসা, শিক্ষা, চাকরি, সব কিছুর জন্যই এখানকার মানুষকে বাইরে যেতে হয়। একই অবস্থা জঙ্গলমহলেরও।
উল্লেখ্য কয়েকদিন আগেই পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব হোন আলিপুর দুয়ারের সাংসদ জন বার্লা। তাঁর এই মন্তব্যকে ঘিরে সেই সময় তমুল হইচই শুরু হয় রাজ্যজুড়ে। তাঁর পাশাপাশি পৃথক জঙ্গলমহলকে নিয়ে আলাদা রাজ্যের দাবি তোলেন বিজেপির আরেক সাংসদ তথা রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই দাবিকে সমর্থন না জানলেও প্রতিবাদ করেননি।
Comments are closed.