এবার ইডি কর্তাদের পাল্টা তলব করল লালবাজার। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও তাঁর স্ত্রী রুজিরাকে কয়লাপাচার কাণ্ডে তলব করেছে ইডি। এরপর ইডির কর্তাদের পাল্টা তলব করল লালবাজার।
এই ৩ ইডির কর্তা জয়েন্ট ডিরেক্টর, স্পেশাল ডিরেক্টর ও অ্যাডিশনাল ডিরেক্টর। ৩১ অগস্টের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, বিধানসভা ভোটের আগে কয়লাপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত ব্যবসায়ী গণেশ বাগারিয়ার সঙ্গে কয়েকজন ইডি অফিসারদের কথোপকথনের অডিও টেপ প্রকাশ্যে আসে। সেই ঘটনার জেরেই ইডি কর্তাদের তলব করা হয়েছে।
এরআগেও ইডি কর্তাদের লালবাজারে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল লালবাজার। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যান ইডি কর্তারা। এবারও তাঁরা হাজিরা দেন কিনা সেটাই দেখার।
ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা অমিত শাহের অধীনে। আর রাজ্য পুলিশ রয়েছে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রক অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অধীনে।
Comments are closed.