বিচারের জন্য কোর্টে গিয়ে গুলিতে মৃত্যু হচ্ছে, আইনের এই অবস্থা, দিল্লিতে গ্যাংওয়ার নিয়ে মন্তব্য মমতা ব্যানার্জির
আজও ৩ জন মারা গেছে। বিচারের জন্য কোর্টে গিয়ে গুলি খেয়ে মরতে হয়েছে। বিজেপি শাসিত রাজ্যে কোনও আইন নেই। দিল্লিতে গ্যাংস্টার খুন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভবানীপুর উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার সভা করেন মমতা। সেখানে তিনি বলেন, বাংলাকে নিয়ে কথা বল কোন মুখে। আজ দিল্লিতে কী হয়েছে দেখুন।
এদিন মমতা ব্যানার্জি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতবর্ষকে তালিবান শাসিত হতে দেব না। আমাদের লড়াই ভাবনীপুর থেকে ভারতবর্ষ। এদিন মমতার মুখে উঠে আসে অসমের কথা। তিনি বিলেন, বাংলার মানবাধিকার নিয়ে কথা বলে বিজেপি। বিজেপি শাসিত অসমে কী হয়েছে? একজন মৃত মানুষের বুকের ওপর উঠে লাফালাফি করছে। এটা কী মানবতা? বাংলার মেয়েরা এখনও অনেক সুরক্ষিত বলেন মমতা। তিনি বলেন, রাস্তায় বাংলার মেয়েদের কোনও বিপদ হলে এগিয়ে আসে বাংলার ভাইরাই।
বিজেপি নেতা ধুর্জূটি সাহার মৃত্যু নিয়ে মমতা বলেন, এতবড় সাহস আমার বাড়ির সামনে মৃতদেহ নিয়ে বিক্ষোভ করে। নিজেদের বাড়িতে নিজেরাই বোমা মারছে, আর বলছে তৃণমূল করছে। মমতা বলেন, ভবানীপুর থেকে ঝুঁকি নিয়েই নন্দীগ্রামে গিয়েছিলাম। আগে বুঝিনি নন্দীগ্রামে চক্রান্ত চলছে। প্রথমেই ওদের পরিকল্পনা ছিল শারীরিকভাবে আঘাত করার। কারণ বিজেপি জানে আমি মাথা নত করি না। আমি জেলে যাব, তবু তোমাদের কাছে মাথা নত করব না। বিজেপি নেতারা ডেলি প্যাসেঞ্জারি করত ভোটের সময়। এজেন্সি দিয়ে, অস্ত্র দিয়ে ভোট করেছে বিজেপি। ৩৪ বছর সিপিএম শাসন করেছে, কটা সিবিআই তলব করেছে? কিন্তু সবথেকে সৎ যে দল সেই দলকেই বদনাম করছে।
Comments are closed.