পুজোর আগেই রাজ্যবাসীকে উপহার দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রায় ২০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা। এখনও পর্যন্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলার বাসিন্দাদের অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
তবে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং কোচবিহার জেলায় উপনির্বাচন থাকার জন্য এই জেলার মহিলারা এখন লক্ষীর ভাণ্ডারের টাকা পাবেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, ভোটের পর সেপ্টেম্বর ও অক্টোবর মাসের টাকা একসঙ্গে পাবেন তাঁরা।
তৃতীয়বার ক্ষমতায় আসার আগেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা করেন মমতা ব্যানার্জি। তিনি জানান, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের তপশিলি জাতি-উপজাতির মহিলারা মাসে ১০০০ টাকা করে পাবেন এবং সাধারণ তালিকাভুক্ত মহিলারা মাসে ৫০০ টাকা পাবেন। আর ক্ষমতায় আসার পরই কথামত দুয়ারে সরকার ক্যাম্প থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম দেওয়া শুরু হয়। বলা হয় সেপ্টম্বর মাস থেকেই এই টাকা ঢুকবে মহিলাদের ব্যাঙ্কে।আর পুজোর আগেই প্রায় ২০ লক্ষ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা।
Comments are closed.