তৃণমূলে ফিরে এলেন সব্যসাচী দত্ত, বিধানসভায় এসে তৃণমূলে যোগদান

বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলেন সব্যসাচী দত্ত। বিধানসভায় এসে তৃণমূলে ফিরে আসেন তিনি। পার্থ চ্যাটার্জির হাত ধরে তৃণমূলে ফিরে আসেন তিনি। মমতা ব্যানার্জির শপথ গ্রহণের দিনেই তৃণমূলে ফিরে এলেন সব্যসাচী দত্ত।

দলের সঙ্গে কিছু ভুল বোঝাবোঝি হয়েছিল, তাই অন্য দলে গিয়েছিলাম, তৃণমূলে যোগ দিয়ে জানালেন সব্যসাচী দত্ত। বুধবারই লখিমপুর কাণ্ডে মুখ খুলেছিলেন সব্যসাচী দত্ত। তিনি বলেছিলেন, যে ঘটনা ভাইরাল হয়েছে টিভিতে দেখছি। খুব দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। যে বা যারাই এটা করে থাকুক কঠোর থেকে কঠোরও তম শাস্তি এবং তাদের একটাই শাস্তি হওয়া উচিত। ফাঁসি, এছাড়া আর কোনও শাস্তি হওয়া উচিত না।

সল্টলেকে ইজেডসিসির পুজো, যেটা রাজ্যে বিজেপির একমাত্র পুজো। এই পুজো নিয়ে তিনি বলেন, গত বার ছিল ভোটের পুজো। এ বার ভোট নেই। তাই পুজোরও মান নেই। এরপরেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জোর জল্পনা তৈরী হয়। বৃহস্পতিবার বিধানসভায় এসে পার্থ চ্যাটার্জি আর ফিরহাদ হাকিমের উপস্থিতিতে তৃণমূলে ঘরওয়াপসি হয় সব্যসাচী দত্তের। 

 

Comments are closed.