মেক্সিকো উপসাগরের গভীরে সন্ধান মিলল নতুন প্রজাতির স্কুইডের। সমুদ্র বিজ্ঞানীরা ওই নয়া স্কুইডটির গতিবিধি ইতিমধ্যেই ক্যামেরাবন্দী করেছেন। সাধারণত স্কুইডের হাত ছোট হয় এবং এদের কোনও শুঁড় থাকেনা। কিন্তু এই স্কুইডটি তার থেকে ব্যতিক্রম। ন্যাশনাল ওসেনিক এবং অ্যাটমোসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের (NOAA) প্রাণীবিদ মাইক ভিকোনি জানিয়েছেন, তাঁরা এই স্কুইডটির গতিপ্রকৃতির দিকে নজর রাখছেন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সমুদ্র ও আবহ বিজ্ঞানীরা জানিয়েছেন, গত ১১ এপ্রিল থেকে তাঁরা গভীর সমুদ্রে বসবাসকারী জীবদের ওপর বিশেষ গবেষণামূলক অনুসন্ধান কাজ করছেন। আগামি ৩রা মে পর্যন্ত চলবে এই বিশেষ অনুসন্ধান। সমুদ্রের গভীরে বাসকরা নতুন প্রজাতির প্রাণীদের খুঁজে বার করাই এই অভিযানের মূল লক্ষ। এই সমস্ত সামুদ্রিকজীবদের দৈনন্দিন জীবনচর্যা ভিডিও করে রাখা হচ্ছে, যা পরবর্তী গবেষনার কাজে ব্যবহার করা হবে।