অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মন্ত্রী সুব্রত মুখার্জি। প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগে ভর্তি তিনি। অবস্থার অবনতি হওয়ায় মন্ত্রীকে স্থানান্তরিত করা হয়েছে আইসিইউতে। রবিবার চেকআপ করানোর জন্য তিনি এসএসকেএমে ভর্তি হন। কিন্তু প্রবল শ্বাসকষ্ট হওয়ার কারণে হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। কিন্তু এখন বর্ষীয়ান মন্ত্রীর অবস্থা স্থিতিশীল বলেই এসএসকেএম সূত্রের খবর।
ইতিমধ্যেই মন্ত্রীর চিকিৎসার জন্য হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
Comments are closed.