ফের বিদেশে আমন্ত্রণ জানানো হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। শারজা আন্তর্জাতিক বইমেলায় আমন্ত্রণ জানানো হয়েছে মমতাকে। ২ নভেম্বর শারজায় উদ্বোধন হতে চলেছে ৪০ তম আন্তর্জাতিক বইমেলা। ৩ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে এই বইমেলা।
এর আগেও আন্তর্জাতিক মঞ্চ থেকে আমন্ত্রণ করা হয় মমতা ব্যানার্জিকে। ৬ এবং ৭ অক্টোবর রোমের বিশ্ব শান্তি সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। কিন্তু মুখ্যমন্ত্রীকে রোম সফরের অনুমতি দেয়নি কেন্দ্র। এর আগেও আমেরিকার শিকাগোয় একটি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি মমতা। তাঁর বিদেশ সফরে অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার। শিকাগো, রোমের পর এবার শারজা সফরে যেতে পারেন কিনা মুখ্যমন্ত্রী সেটাই দেখার।
Comments are closed.