বাজি পোড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে। এর আগে কলকাতা হাইকোর্ট রায় দেয় কোনওরকম বাজি পোড়ানো যাবে না। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাজি ব্যবসায়ীরা।
বাজি ব্যাবসায়ীদের দাবি ছিল এরআগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে। বাজি ব্যবসায়ীদের মতে, এই রায়ে বিশাল টাকার ক্ষতি হবে। পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে, সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই প্রস্তুতি নিতে শুরু করেছিল বাজি ব্যবসায়ীরা। কিন্তু সুপ্রিম কোর্টের সেই রায় মানেনি কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের রায় খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
এরআগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছিল, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। কিন্তু হাইকোর্ট জানায়, বাজিগুলো পরিবেশ বান্ধব তা বোঝা যাবে কী ভাবে? এই মামলায় মামলাকারীর দাবি ছিল, এখনও করোনা নিয়ন্ত্রণে নেই। আর বাজি পোড়ানো হলে ক্ষতি হবে কোভিড সংক্রমিত রোগীদের।
Comments are closed.