দুর্গাপুজোর পর কোভিড গ্রাফ উর্ধ্বমুখী, কালীপুজো-জগদ্ধাত্রী পুজোয় ভিড় এড়াতে হাইকোর্টে দায়ের মামলা

দুর্গাপুজোয় প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়েছিল ভিড়। এর খেসারর দিতে হয়েছে রাজ্যকে। পুজোর পরেই রাজ্যজুড়ে উর্ধ্বমুখী কোভিড গ্রাফ। এয়ার কালীপুজো ও জগদ্বাত্রী পুজোয় ভিড় এড়াতে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। এদিন বিচারপতি শিবকান্ত প্রসাদ ও বিচারপতি আনন্দকুমার জানিয়েছে, দুর্গাপুজোর সময় প্যান্ডেলগুলিতে ভিড় হয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করা হয়নি। হাইকোর্টের নির্দেশকে অমান্য করার অর্থ কী?

উল্লেখ্য, গত বছর কোভিড পরিস্থিতিতে হাইকোর্ট দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ভিড় এড়ানোর নির্দেশ দিয়েছিল। সেই রায় বহাল ছিল কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোতেও। এই বছরও একই রায় দেয় হাইকোর্ট। খোলা মণ্ডপ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমত পুজো উদ্যোক্তারা মণ্ডপ খোলা রেখেই প্যান্ডেল করেছিল। কিন্তু রাস্তায় রাস্তায় উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। সেই ভিড় কালীপুজো ও জগদ্ধাত্রী পুজোয় রুখতে নতুন করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাকারী অজয় দে দাবি করে রাজ্যে দৈনিক কোভিড সংক্রমণের হার গত কয়েক সপ্তাহ ধরেই বেশ কিছুটা উর্ধ্বমুখী। এরমধ্যে চালু হয়েছে লোকাল ট্রেন। ফলে রাজ্যজুড়ে ভিড় আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবারই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.