বিধায়ক পদে মেয়াদ পূর্ণ না হলে পাওয়া যাবে না পেনশন। এমনই নিয়ম চালু করা হল ত্রিপুরায়। এর আগে বিধায়কদের অবসরের পর পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা পেতে হলে অন্তত ৪ বছর বিধায়ক পদে থাকতে হত। ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় এসে সেটা ১ দিন করে দেয়। এরপর জানানো হল বিধায়ক পদে মেয়াদ শেষ না হলে পেনশন ও অন্য ভাতা পাওয়া যাবেনা।
এই বিষয়ে ত্রিপুরার প্রশাসন জানিয়েছে বিধায়কদের উচিৎ নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিধায়কদের দলত্যাগ ঠেকাতে এই সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। রবিবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির জনসভায় তৃণমূলে যোগ দেন বিজেপি বিধায়ক আশিস দাস। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেছেন, আমরা বিধায়ক ভাঙিয়ে সরকার করব না। মানুষের সমর্থন নিয়েই ক্ষমতায় আসছে তৃণমূল।
বাম জমানায় ত্রিপুরায় প্রাক্তন বিধায়করা ১৭ হাজার ২৫০ টাকা করে পেনশন পেতেন। সঙ্গে তিনি ও তাঁর সঙ্গী পেতেন চিকিৎসার খরচ। বিজেপি ক্ষমতায় এসে পেনশনের পরিমাণ বাড়িয়ে ৩৪ হাজার ৫০০ টাকা করে।
Comments are closed.