শুক্রবার রবীন্দ্র সদন থেকে বিধানসভায় নিয়ে আসা হয় সুব্রত মুখার্জির দেহ। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বর্ষীয়ান রাজনীতিককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও রাজ্য বিজেপির একাধিক নেতৃত্ব এদিন হাজির ছিলেন।
শুক্রবার সকাল ১০ টার কিছু আগে পিস হাভেন থেকে পঞ্চায়েত মন্ত্রীর দেহ নিয়ে এসে রবীন্দ্র সদনে রাখা হয়। তাঁর অগুনতি অনুগামী, সমর্থকের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের একাধিক বিশিষ্ঠজন রবীন্দ্র সদনে আসেন শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানাতে। উপস্থিত ছিলেন, অভিনেতা তথা প্রাক্তন সাংসদ মুনমুন সেন, সিপিএম নেতা ও প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য সহ আরও অনেকে।
এখন বিধানসভা থেকে দেহ সুব্রত মুখার্জির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। পাড়া, প্রতিবেশি, একডালিয়া এভারগ্রিন ক্লাবের সদস্যরা শ্রদ্ধা জানাবেন তাঁদের প্রিয় ‘সুব্রতদাকে’।
শুক্রবার বিকালে কেওয়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে রাজ্য রাজনীতির অভিভাবককে। জানা গিয়েছে এদিন শ্মশানে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি।
Comments are closed.