নন্দীগ্রামে গিয়ে শুভেন্দুকে তুলধনা করেছিলেন, কুণালের বিরুদ্ধে মামলা করলেন ভাই সৌমেন্দু

নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। বিরোধী দলনেতাকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগ তুলে তৃণমূলের মুখপাত্রের বিরুদ্ধে এবার কাঁথি আদালত মামলা দায়ের করলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।

১০ নিভেম্বর নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, বিধায়ক তাপস রায়, অখিল গিরি সহ অন্যান্য নেতৃত্বকে। ওই সভা থেকে নন্দীগ্রামের বিধায়ককে তুলধনা করেন কুণাল। নন্দীগ্রাম থেকে তাঁকে ঘাড় ধরে তাড়ানোর হুঁশিয়ারি দেন তৃণমূলের রাজ্য সম্পাদক। সেই সঙ্গে গদ্দার, মীরজাফর সহ একাধিক বাক্যে শুভেন্দুকে তীব্র আক্রমণ শানান কুণাল। তিনি বলেন, শুভেন্দু অধিকারী এবং তাঁর পরিবার তৃণমূলের সব কিছু ভোগ করার পর মমতা ব্যানার্জিকে পেছন থেকে ছুরি মেরেছেন।

যদিও এই প্রথম নয়, এর আগেও একাধিক বার বিভিন্ন মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। এদিন মামলাকারী সৌমেন্দু অধিকারী জানান, অশালীন মন্তব্য করার অভিযোগে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল নেতার বিরুদ্ধে আইপিসি ৫০০ ধারায় মানহানির মামলা করা হয়েছে।

উল্লেখ্য শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই দাদার হাত ধরে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে গিয়ে যোগ দেন কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু অধিকারী।

Comments are closed.