অনড় আন্দোলনকারীরা; আইন প্রত্যাহারের পরেও বৈঠকে সংযুক্ত কিসান মোর্চা 

আন্দোলন সফল হয়েছে, কিন্তু এর পরবর্তী পদক্ষেপ কী? শনিবার বিক্ষোভ স্থল সিঙ্ঘু সীমান্তে এ নিয়ে বৈঠকে বসেছেন সংযুক্ত কৃষক মোর্চার নয় সদস্যের একটি কমিটি। জানা গিয়েছে, এদিন বেলা ১২ টা থেকে বৈঠকে বসেছেন মোর্চার ৯ জন কৃষক নেতা। 

শুক্রবারই ভারতীয় কিসান ইউনিয়নের নেতা রাকেশ টিকায়েত জানিয়ে ছিলেন, প্রথমত সংসদে খাতায় কলমে তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে, সেই সঙ্গে সরকারের সঙ্গে আলোচনায় না বসা পর্যন্ত আন্দোলন জারি থাকবে। তাঁদের আরও কিছু দাবি দাওয়া রয়েছে, সেগুলো নিয়ে সরকারের সঙ্গে আগে বৈঠক হবে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে। 

সূত্রের খবর, এদিনের বৈঠকে মূলত ফসলের নূন্যতম সহায়ক নিশ্চিয়তা নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে দীর্ঘ এক বছরের আন্দোলনে যে কৃষকরা প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারকে সাহায্য করার জন্যও সরকারের কাছে দাবি রাখতে পারেন আন্দলোনরত কৃষকরা। জানা গিয়েছে, শনিবারের বৈঠকের পর রবিবারও আলোচনায় বসতে পারেন কৃষক সংগঠনের নেতারা।  

রবিবার কৃষক আন্দোলনে জড়িত ৪২ টি সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় বসতে পারেন। আলোচনা শেষে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ জানাবেন আন্দোলনকারীরা, এমনটাই খবর।    

 

Comments are closed.