ডিসেম্বর শুরু হল ‘মোদক পরিবারের পিকনিক’ দিয়ে! সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ‘মিঠাই’য়ের নতুন প্রোমো, দর্শকদের আনন্দ দিতে একের পর এক চমক দেখাচ্ছে জী বাংলার ‘মিঠাই’ ধারাবাহিক
চলতি বছরের শুরুতেই জি বাংলায় সম্প্রচার শুরু হয়েছিল নতুন ধারাবাহিক ‘মিঠাই’য়ের। তারপর থেকে ক্রমাগত নেটিজেনদের মন জয় করতে শুরু করেছে এই বাংলা সিরিয়ালটি। অভিনেতা আদৃত রায় এবং অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু অভিনীত এই ধারাবাহিকটি বর্তমানে বিগত কয়েক মাস ধরে সফলভাবে টিআরপি তালিকায় শীর্ষস্থানে দখল করে রেখেছে। দর্শকদের অনেকেই মনে করেন নিত্য নতুন ধারাবাহিকের গল্পের টুইস্টের জন্য অন্য ধারাবাহিকের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ‘মিঠাই’।
সম্প্রতি একটি এপিসোডে দেখা গিয়েছিল ধারাবাহিকের নায়িকা মিঠাই ভিলেন তোর্সার ষড়যন্ত্রের শিকার হয়ে মোদক পরিবার এর মাধ্যমে আয়োজিত একটি পার্টিতে সকলের সামনে নাজেহাল অবস্থায় পড়েছিল। তবে এবার শীতকালের শুরুতেই মোদক পরিবারের সকলকে দেখা গেল পিকনিকে মেতে উঠতে।
এদিন ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গিয়েছে পরিবারের সকল সদস্যকে একসঙ্গে বনভোজনের মাধ্যমে ডিসেম্বর মাসের সূচনা করতে। বলাই বাহুল্য যা দেখে নেটিজেনদের একাংশ এক বাক্যে স্বীকার করে নিয়েছেন এইজন্যই মিঠাই ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা।
কারণ এই ধারাবাহিকের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গল্পের ঘটনাপ্রবাহকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি সকলের প্রিয় মিঠাই রাণী এবং সিড ওরফে সিদ্ধার্থ কিভাবে পর্দায় একে অপরের সঙ্গে পিকনিকে মেতে ওঠে, তা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধারাবাহিকের অনুরাগীরা।
View this post on Instagram
Comments are closed.