সঠিক সময়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে কিনা সেই নিয়ে চিন্তা করছেন অনেক মহিলা। খুব সহজ উপায়ে আপনি জেনে নিতে পারেন আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা।
প্রথমত ব্যাঙ্কের পাসবুক আপডেট করলেই জানা যাবে টাকা ঢুকেছে কিনা। নয়তো এটিএমে গিয়ে মিনি স্টেটমেন্ট করলেই জানা যাবে টাকা ঢুকেছে কিনা।
দ্বিতীয়ত, অনলাইনের মাধ্যমে জানতে পারা যাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে কিনা। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। গুগলে গিয়ে https://wb.gov.in/ লিখলেই সরাসরি ঢোকা যাবে ওয়েবসাইটে। এরপর আবেদনকারীকে রেজিস্টার মোবাইল নম্বর লিখতে হবে। এরপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এবার আবেদনকারীর মোবাইলে যে ওটিপি আসবে, সেটি স্ক্রিনের নির্দিষ্ট জায়গায় লেখার পর লগ ইন অপশনে গিয়ে ক্লিক করলেই চেক অ্যাপ্লিকেশন স্টেটাস স্টেটাসে ক্লিক করতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার সময় প্রত্যেক আবেদনকারীকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হয়েছিল, সেটি স্ক্রিনের নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। এরপর চেক স্টেটাস অপশনে ক্লিক করলেই অ্যাপ্লিকেশনের স্টেটাস জানা যাবে। টাকা আসছে কিনা তা জানা যাবে।
Comments are closed.