কাশ্মীরের আইএএস অফিসার শাহ ফয়জল, যিনি ২০১০ সালে দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছিলেন তিনি চাকরি ছেড়ে দিলেন। সম্ভবত তিনি রাজনীতিতে যোগ দেবেন। হিংসায় জর্জরিত কাশ্মীরের অন্যতম মুখ শাহ ফয়জল ন’বছর আগে ২৬ বছর বয়সে আইএএস পরীক্ষায় দেশে শীর্ষ স্থান দখল করেন। তাঁকে রাজনীতিতে স্বাগত জানিয়েছেন, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা।
শাহ ফয়জল ফেসবুক পোস্টে জানিয়েছেন, কাশ্মীরে লাগাতার খুনোখুনি এবং মুসলিমদের প্রতি যে অবিচার তার প্রতিবাদেই তিনি চাকরি ছাড়লেন। তাঁর এই ফেসবুক পোস্ট নিয়ে উত্তাল হয়েছে উপত্যকা।
কয়েক বছর আগে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর ওয়ানি এবং শাহ ফয়জলের মধ্যে তুলনামূলক প্রচারে নেমে পড়েন একদল মানুষ। কাশ্মীরের দুই মুখ বলে তাঁদের তুলে ধরে প্রচার হয়। এই ধরনের প্রচার বন্ধ করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানিয়েছিলেন ফয়জল। জানা গিয়েছে, খুব শীঘ্রই ফয়জল ন্যাশনাল কনফারেন্সে যোগ দেবেন এবং ২০১৯ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
Comments are closed.