বেঁচে আছেন বিপিন রাওয়াত, সস্ত্রীক বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ে সেনা কপ্টার

তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ ১৪ জন যাত্রীকে নিয়ে তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার।  জানা গিয়েছে বেঁচে আছেন বিপিন রাওয়াত। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও তিন জন।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এমআই সিরিজের ওই কপ্টারটি কোয়েন্বাটোর এবং সুলুরের মধ্যে নীলগিরি পাহাড়ের দুর্গম এলাকায় জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে। এর আগেও ২০১৫ সালে ডিমাপুরে কপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিলেন বিপিন রাওয়াত। কিন্তু সেইসময় প্রাণে বেঁচে যান তিনি। এইবারও তাঁর সুস্থতার কামনা করছেন দেশবাসী।

Comments are closed.