ওমিক্রন নিয়ে দুশ্চিন্তার মাঝেই করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করল রাজ্যের স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগামী এক সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ রাজ্যে আছড়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের চাঞ্চল্যকর দাবি, করোনার তৃতীয় ঢেউ প্রতিদিন ৩০ থেকে ৩৫ হাজার সংক্রমণের আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য দফতরের একটি অভ্যন্তরীণ পর্যালোচনা বৈঠক থেকে জানা গিয়েছে, কলকাতায় ইতিমধ্যেই গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত মিলেছে। ইতিমধ্যেই আরটিপিসিআর টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই মর্মে জেলায় জেলায় স্বাস্থ্য অধিকর্তাদের নবান্ন থেকে নির্দেশ পাঠানো হয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬টি জেলাকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে।
উল্লেখ রাজ্যে ওমিক্রনও চোখ রাঙাচ্ছে। সংক্রমণের সংখ্যা ৬ থেকে বেড়ে হয়েছে ১১। বুধবার গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী করোনা নিয়ে সতর্ক করেছেন। শিক্ষা দফতরের আধিকারিকদের তিনি নির্দেশ দেন, সংক্রমণের হার খতিয়ে দেখতে। প্রয়োজনে ফের স্কুল কলেজ বন্ধ হতে পারে।
Comments are closed.