শিয়রে উত্তরপ্রদেশের বিধানসভা ভোট। এই আবহে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ দেখা করবেন তৃণমূল নেত্রীর সঙ্গে। মঙ্গলবার বিকেলে কালীঘাটে তাঁদের বৈঠক হওয়ার কথা। মূখ্যমন্ত্রী কি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে যাবেন? অখিলেশের দূতের সঙ্গে বৈঠক ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
তৃণমূল সূত্রে খবর, উত্তরপ্রদেশ নির্বাচনে তৃণমূলের ভূমিকা কি থাকবে, তা নিয়েও দু’জনের আলোচনা হতে পারে। এখনও পর্যন্ত খবর, উত্তরপ্রদেশে প্রার্থী দিচ্ছে না তৃণমূল। বরং বিজেপি বিরোধী লড়াইয়ে সমাজবাদী পার্টিকে পূর্ণ সমর্থন করবে ঘাসফুল শিবির। এই আবহে অখিলেশ যাদবের প্রতিনিধি হিসেবে কিরণময়ের সঙ্গে মমতা ব্যানার্জির বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের।
উল্লেখ, একুশের বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে এসে দেখা করেছিলেন অখিলেশ যাদব। তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে ঘাসফুল শিবিরের প্রচারে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনকে।
যদিও মমতা-কিরণময়ের এই বৈঠককে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির সর্ব ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, এর আগেও এরকম বৈঠক হয়েছে। তখনও লাভ হয়নি। এখনও হবে না।
Comments are closed.